নিবন্ধন সনদ না নিয়ে আইন লঙ্ঘন করে খাদ্রপণ্য মোড়কজাতকরণ ও বিক্রি করায় অপরাধে মেসার্স আলমাস সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে প্রতিষ্ঠানকে জরিমানা করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

মোবাইল কোর্ট পরিচালনা করেন বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিমুল এহসান। এসময় সংস্থাটির সহকারী পরিচালক রাকিবুল আলম ও পরিদর্শক রফিক আজাদ অভিযানে অংশ নেন।

বিএসটিআই জানায়, বুধবার ধানমন্ডি-১৫ এলাকায় মেসার্স আলমাস সুপার শপে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটি বিএসটিআই এর নিবন্ধন সনদ না নিয়ে চানাচুর, মসুরডাল, ইসপগুলের ভূষি, কালোজিরা, এলাচের মতো মসলা ও খাদ্যপণ্য মোড়কজাতকরণ করে বিক্রি করছে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি নিবন্ধন সনদ না নিয়ে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়।

অভিজাত চেইন শপ ‘আলমাস সুপার শপ’ ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়। ধানমন্ডি, গুলশান, বসুন্ধরা সিটি, উত্তরাসহ রাজধানীতে তাদের ৭টি শাখা রয়েছে।

এসআই/এসএম