বিনিয়োগকারীদের বিনিয়োগ করার সুবিধার্থে ব্র্যাক ব্যাংক লিমিটেড ও ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (৩ নভেম্বর) ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান এবং ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও আহসানুর রহমান সম্প্রতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

ব্র্যাক ব্যাংকের হেড অব অল্টারনেট ব্যাংকিং চ্যানেলস নাজমুর রহিম এবং ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের সিনিয়র ম্যানেজার কাজী মনসুরুল হকসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসআই/এসকেডি