ক্রেতা-দর্শনার্থীদের পদচারণায় মুখর ‘রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার-২০২১’। মেলার তৃতীয় দিন শনিবার (২০ নভেম্বর) বিভিন্ন বয়সের নারী-পুরুষ পছন্দের আবাসনের খোঁজে চট্টগ্রামের রেডিসন ব্লু’র মেলা প্রাঙ্গণে ছুটে আসেন। সেখানে তারা ভিড় করেন পূর্বাচল আমেরিকান সিটির স্টলে।

পূর্বাচল আমেরিকান সিটির স্টলের কর্মীরা ক্রেতা-দর্শনার্থীদের বিভিন্ন বিষয়ে অবহিত করেন। আবাসনের নানা দিক বুঝিয়ে দেন তাদের। ক্রেতারাও মন্ত্রমুগ্ধ হয়ে বিক্রয়কর্মীদের কথা শোনেন এবং প্রজেক্ট সম্পর্কে বিশদভাবে বুঝে নেন। তাদের মধ্যে রেডি প্লট নিয়ে আগ্রহ দেখা গেছে।

মেলা প্রাঙ্গণে কথা হয় মোহাম্মদ আবদুস সালাম নামে এক ব্যক্তির সঙ্গে। ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমি কুয়েত প্রবাসী। কিছুদিন আগে দেশে এসেছি। অনেকদিন ধরে বাড়ি তৈরি করার জন্য জায়গা খুঁজছিলাম। মেলা হচ্ছে শুনে এখানে ছুটে এলাম।

কাগজপত্র বুঝে নিচ্ছেন ক্রেতা

তিনি বলেন, এখানে একসঙ্গে অনেকগুলো প্রতিষ্ঠানের স্টল রয়েছে। পূর্বাচল আমেরিকান সিটির রেডি প্লট দেখেছি। তাদের বিভিন্ন সুবিধা ও অফার সম্পর্কে জেনেছি। খুবই ভালো লেগেছে। দেখলাম তারা মেলা উপলক্ষে ডিসকাউন্ট দিচ্ছে। আমার পরিচিত একজন এখান থেকে প্লট নিয়েছেন। আমিও দেখছি।

পূর্বাচল আমেরিকান সিটির স্টলের সামনে আজহারুল ইসলাম নামের এক ব্যবসায়ী বলেন, আমি মেলায় রেডি ফ্ল্যাট দেখতে এসেছি। অনেক প্রতিষ্ঠানই নিয়ে এসেছে রেডি ফ্ল্যাট। বুঝে শুনে একটা নিয়ে নেব। এখানে দেখছি।

পূর্বাচল আমেরিকান সিটির স্টলের সামনে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়

মেলা থেকে পূর্বাচল আমেরিকান সিটিতে প্লট নিয়েছেন মাহবুব আলম নামে এক ব্যক্তি। উচ্ছ্বাস নিয়ে ঢাকা পোস্টকে তিনি বলেন, প্লট কেনার আগেই পূর্বাচল আমেরিকান সিটির সুযোগ সুবিধা সম্পর্কে জেনে নিই। মেলায় এসে দেখি তাদের অফার চলছে। তাই আমি তাদের কাছ থেকে একটি প্লট নিয়েছি। তাদের সুযোগ-সুবিধার কথা শুনে মনে হয়েছে পূর্বাচল আমেরিকান সিটিই হচ্ছে প্লট নেওয়ার একমাত্র উপযুক্ত স্থান।

পূর্বাচল আমেরিকান সিটিতে প্লট নেওয়া ফজলে একরাম চৌধুরী বলেন, আবাসন খাতে অনেক প্রতারক কোম্পানি আছে। কিন্তু ইউএস-বাংলা অ্যাসেটসের পূর্বাচল আমেরিকান সিটিতে প্লট কিনেছি। তারা আমাকে সব কাগজপত্র বুঝিয়ে দিয়েছে।

 ক্রেতার হাতে কাগজপত্র তুলে দেওয়া হচ্ছে

সংশ্লিষ্টরা জানান, পূর্বাচল আমেরিকান সিটিতে রয়েছে ১৪০ ফুট প্রশস্ত রাস্তা, পার্ক ও প্লে ফিল্ড, স্মার্ট ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ১৫০ ফুট প্রশস্ত ও আট কিলোমিটার দীর্ঘ লেক, স্মার্ট সিকিউরিটি সিস্টেম,  ট্রাফিক সিস্টেম,  মেডিকেল কলেজ হাসপাতাল, সোলার স্ট্রিট লাইট, শপিংমল, বিশ্ববিদ্যালয়, শাটল বাস সার্ভিস, কনভেনশন সেন্টারসহ নানা সুযোগ-সুবিধা। এছাড়া প্রতিটি প্লটের পেছনে ১২ ফুট গ্রিন জোনে ফলের বাগান রয়েছে।

মেলায় আসা ক্রেতাদের জন্য পূর্বাচল আমেরিকান সিটির পক্ষ থেকে থাকছে বিশেষ অফার। এ নিয়ে ইউএস-বাংলা অ্যাসেটস লিমিটেডের সিনিয়র ম্যানেজার এম আই মঈন ঢাকা পোস্টকে বলেন, আমরা ইতোমধ্যে অনেকগুলো প্লট বিক্রি করেছি। রোববার মেলার শেষদিনে আরও প্লট বিক্রি করতে পারব বলে আশা করছি। পূর্বাচল আমেরিকান সিটিতে আমরা রেডি প্লট বিক্রি করছি। যেখানে ক্রেতারা এখনই বাড়ি তৈরি করতে পারবেন। ক্রেতাদের বেশ আগ্রহ দেখেছি।

মেলায় রেডি প্লটে ক্রেতাদের আগ্রহ বেশি

তিনি বলেন, মেলায় একমাত্র আমরাই রেডি প্লট নিয়ে হাজির হয়েছি। বেশ সাড়া পাচ্ছি। আমাদের স্টলে ক্রেতা-দর্শনার্থীদের ভিড় বেশি। মেলা উপলক্ষে আমরা দুর্দান্ত সব অফার দিচ্ছি। মেলায় এককালীন মূল্য পরিশোধে প্লট বুকিং দিলেই থাকছে ২৫ শতাংশ ছাড়। যারা কিস্তিতে প্লট বুকিং দেবেন, তাদের জন্য সাড়ে ১২ শতাংশ ছাড়ের ব্যবস্থা রেখেছি। 

‘স্বপ্নিল আবাসন সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ’ স্লোগানে এবারের মেলায় দেশসেরা আবাসন প্রতিষ্ঠানের পাশাপাশি আর্থিক ও বিল্ডিং ম্যাটেরিয়ালসসহ মোট ৭১টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। সকাল ১০টা থেকে রাত ৯টা মেলা উন্মুক্ত রয়েছে। 

কেএম/আরএইচ