সূচক পতনের মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। প্রথম ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

লেনদেনের প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ৫৪ পয়েন্ট কমেছে। একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৯১ পয়েন্ট। লেনদেনেও দেখা গেছে ধীরগতি।

এ সময়ে ব্যাংক-বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ওষুধ-রসায়ন, প্রকৌশল, বিদ্যুৎ ও জ্বালানি খাতের শেয়ারের দাম কমেছে। আরও কমবে- এ ভয়ে শেয়ার বিক্রি করছেন বিনিয়োগকারীরা। বাজার সংশ্লিষ্টরা মনে করছেন,  বিনিয়োগকারীদের মধ্যে বড় দরপতনের শঙ্কা কাজ করছে। 

ডিএসইর তথ্য অনুযায়ী, সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‍৩৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৫৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২৫৯টির, অপরিবর্তিত রয়েছে ৪৮টির।

প্রথম ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৪ দশমিক ৬৬ পয়েন্ট কমে ৬ হাজার ৬৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক কমেছে ৯ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের একই সময়ের চেয়ে কমেছে ২০ পয়েন্ট। 

এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১৮৩ কোটি ১১ লাখ ৯২ হাজার টাকার শেয়ার। এর আগের কার্যদিবসে একই সময়ে লেনদেন হয়েছিল ২২১ কোটি ৬৩ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক এ সময়ে আগের দিনের চেয়ে ৯১ পয়েন্ট কমেছে ১৯ হাজার ৪৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ৩ কোটি ৭৫ লাখ ৬১ হাজার ৩৭২ টাকার শেয়ার। এর আগের দিন একই সময়ে লেনদেন হয়েছিল দুই কোটি ৩৬ লাখ ৫ হাজার ৫৯৯ টাকার শেয়ার। 

সিএসইতে প্রথম ঘণ্টায় ১১৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ২৫টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৭৪টির, অপরিবর্তিত রয়েছে ১৪টির।

এমআই/আরএইচ