চার দিন বন্ধ থাকবে পদ্মা ব্যাংক
নতুন সফটওয়্যারের সঙ্গে ব্যাংকিং কার্যক্রম সমন্বয়ের জন্য চার দিন বন্ধ থাকবে পদ্মা ব্যাংকের সব ধরনের সেবা।মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
এতে বলা হয়, নতুন কোর ব্যাংকিং সফটওয়্যারে মাইগ্রেশন করার জন্য পদ্মা ব্যাংক লিমিটেড-এর ব্যাংকিং লেনদেনে সাময়িকভাবে বন্ধ থাকবে। আগামীকাল অর্থাৎ ২১ ডিসেম্বর রাত ১২টা থেকে ২৫ ডিসেম্বর রাত ১১.৫৫ মিনিট পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বিরত রাখার বিষয়ে পদ্মা ব্যাংক লিমিটেডের আবেদনে সম্মতি জ্ঞাপন করা হয়েছে।
বিজ্ঞাপন
এসআই/এসকেডি
বিজ্ঞাপন