স্বল্প সুদে ১০০ কোটি টাকা ঋণ পাবেন বাস মালিকরা
করোনাকালে বিধিনিষেধের কারণে বাস চলাচল বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বাস মালিকরা
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধে ক্ষতিগ্রস্ত হয়েছেন বাস মালিকরা। এসব বাস মালিকদের জন্য ১০০ কোটি টাকার বিশেষ পুনঃঅর্থায়ন স্কিম গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ তহবিল থেকে স্বল্প সুদে সহজ শর্তে ঋণ দেওয়া হবে। শিগগিরই কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত নীতিমালা জারি করবে।
রোববার (২৩ মে) বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা ঢাকা পোস্টকে জানিয়েছেন। বোর্ড সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির।
বিজ্ঞাপন
জানা গেছে, পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ২ শতাংশ সুদে তহবিল গ্রহণ করবে এবং বাস মালিকদের সর্বোচ্চ ৬ শতাংশ সুদে বিতরণ করবে।
বাস না চলায় অলস সময় পার করেছেন বাসশ্রমিকরা
বিজ্ঞাপন
এদিকে লকডাউনে গণপরিবহণ বন্ধ থাকায় মালিকরা যানবাহন মেরামত, কর্মচারী ও শ্রমিকের বেতন-ভাতা, ঈদ বোনাস ইত্যাদি দেওয়ার জন্য নামমাত্র সুদে ও সহজ শর্তে ৫ হাজার কোটি টাকা প্রণোদনার দাবি করে আসছেন।
বোর্ড সভায় সরকারি ছয় ব্যাংকের ২০২০ সালভিত্তিক ক্যামেল রেটিং ও অফ-সাইট সুপারভিশন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ২০১৯-২০ অর্থবছরের ‘শুদ্ধাচার পুরস্কার’ প্রদান ও সোনালী ব্যাংকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) পদে কর্মরত বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সুভাস চন্দ্র দাসের মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
এসআই/এইচকে