ঋণের সব ধরনের তথ্য যথাযথভাবে রাখছে না ব্যাংকগুলো। তাই স‌ঠিকভা‌বে ঋণের তথ্য সংরক্ষণে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। শৃঙ্খলা ও স্বচ্ছতা আনার লক্ষ্যে এখন থেকে ঋণ নবায়নের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং নতুন ঋণের ফাইল নিয়মনীতি মেনে সংরক্ষণ কর‌তে হবে।

মঙ্গলবার (২৯ জুন) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়, আর্থিক খাতে ঋণ শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এবং অধিকতর স্বচ্ছতা আনার জন্য ব্যাংক কর্তৃক ঋণ অনুমোদন বা নবায়নের সময় বাধ্যতামূলকভাবে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস্ কর্তৃক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সংরক্ষণ করতে হবে। পাশাপাশি স্টেকহোল্ডারদের জন্য প্রণীত হালনাগাদ সংবিধিবদ্ধ নিরীক্ষা প্রতিবেদন যথাযথভাবে ঋণ ফাইলে সংরক্ষণ করতে হবে। কিন্তু সেটা যথাযথভাবে পালন করা হচ্ছে না। তাই নির্দেশনা জারির মাধ্যমে ব্যাংক কর্তৃক ঋণ অনুমোদন ও নবায়নের ক্ষেত্রে অন্য যেসব প্রতিষ্ঠানের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন গ্রহণ করার প্রয়োজনীয়তা থাকবে তাও যথাযথভাবে ঋণ ফাইলে সংরক্ষণ নিশ্চিত করতে হবে।

সার্কুলারে আরও বলা হয়, সিএমএসএমই সেক্টরে কোভিড-১৯ এর নেতিবাচক প্রভাব বিবেচনায় এবং এ সেক্টরে ঋণের প্রবাহ বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করতে সিএমএসএমই সেক্টরের কটেজ, মাইক্রো এবং ক্ষুদ্র সাব-সেক্টরের যেসব প্রতিষ্ঠান জনস্বার্থ সংস্থা হিসেবে বিবেচিত, সেসব প্রতিষ্ঠানের ঋণ অনুমোদন ও নবায়নের সময় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কর্তৃক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং স্টেকহোল্ডারদের জন্য প্রণীত সংবিধিবদ্ধ নিরীক্ষা প্রতিবেদন গ্রহণ করে তা বাধ্যতামূলকভাবে আগামী ১ জানুয়ারি ২০২৩ তারিখে থেকে যথাযথভাবে ঋণ ফাইলে সংরক্ষণ করতে হবে।

এসআই/এসএসএইচ