ঋণ খেলাপি প্রতিষ্ঠান আল-মদিনা ট্যানারির বন্ধকী সম্পদ নিলামে তুলছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। প্রতিষ্ঠানটিকের কাছে ব্যাংকের পাওনা ১৩০ কোটি ৭২ লাখ টাকা।

মঙ্গলবার (২ নভেম্বর) জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে ব্যাংকটি। আগামী ২১ নভেম্বর বিকেল ৩টা পর্যন্ত নিলাম বিক্রয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে।

জনতা ব্যাংক সূত্র জানায়, বারবার তলব-তাগাদা দেওয়া সত্ত্বেও ঋণগ্রহীতা প্রতিষ্ঠান আল-মদিনা ট্যানারি ব্যাংকের পাওনা পরিশােধ করেনি। সাময়িক হিসাব অনুযায়ী চলতি বছরের ১৮ অক্টোবর পর্যন্ত আল-মদিনা ট্যানারি কাছে ব্যাংকের পাওনার পরিমাণ ১৩০ কোটি ৭২ লাখ ২৩ হাজার ৬৪৯ টাকা। তাই ঋণের জামানত স্বরূপ ব্যাংকের কাছে বন্ধক রাখা সম্পত্তি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে জনতা ব্যাংকের দিলকুশা বাণিজ্যিক এলাকার লােকাল অফিস। অর্থঋণ আদালত আইন-২০০৩-এর ১২(৩) ধারা অনুযায়ী এ নিলামের ঘোষণা দিয়েছে ব্যাংকটি।

নিলামে অংশগ্রহণকারীদের আগামী ২১ নভেম্বর বিকেল ৩টার মধ্যে জনতা ব্যাংকের রাজধানীর ১-দিলকুশার লােকাল অফিসে রক্ষিত টেন্ডার বাক্সে আগ্রহী ক্রেতাদের সাদা কাগজে পূর্ণ ঠিকানা উল্লেখ করে টেলিফোন নম্বরসহ স্বাক্ষরযুক্ত দরপত্র সিলমােহর করা খামে জমা দিতে হবে। ওইদিন বিকেল ৩টার পর দরপত্র সংশ্লিষ্টদের সামনে খােলা হবে।

প্রত্যেক দরদাতাকে উদ্ধৃত দর ১০ লাখ টাকা পর্যন্ত হলে ২০ শতাংশ, উদ্ধৃত দর ১০ লাখ টাকার বেশি কিন্তু ৫০ লাখ টাকা পর্যন্ত হলে ১৫ শতংশ, উদ্ধৃত দর ৫০ লাখ টাকার বেশি হলে ১০ শতাংশের সমপরিমাণ টাকার জামানত স্বরূপ যে কোন তফসিলি ব্যাংক হতে ইস্যু করা ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে জনতা ব্যাংকের, লােকাল অফিস, ১ দিলকুশা বা/এ, ঢাকা এর অনুকূলে দরপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। এছাড়াও বেশি কিছু শর্ত পরিপালন করে দরপত্রে অংশগ্রহণ করতে পারবে।

এসআই/এসএম