বিমা খাতের আস্থা দূর করার লক্ষ্যে সাধারণ মানুষকে সচেতন করতে এবার বরিশালে বিমা মেলা করবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আগামী জানুয়ারি মাসে শুক্র ও শনিবার দুই দিনব্যাপী বিমা মেলা করবে আইডিআরএ। বিমা মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে অর্থমন্ত্রীর। আইডিআরএ সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে আইডিআরএ চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন ঢাকা পোস্টকে বলেন, জাতীয় অর্থনীতি ও আর্থিক উন্নয়নের অন্যতম সহায়ক শক্তি বিমা খাত। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত এ বিমা খাতকে এগিয়ে নিতে এ বছর বরিশালে বিমা মেলার আয়োজন করা হচ্ছে। জাতীয় বিমা নীতিমালা ২০১৪ এর ৩৪নং কর্মপরিকল্পনা অনুসারে মেলা করা হচ্ছে।

এর আগে ঢাকা, সিলেট, চট্টগ্রাম এবং খুলনা বিভাগে বিমা মেলার আয়োজন করা হয়েছে। এটি পঞ্চম বিমা মেলা।

বিমা মেলায় আইডিআরএ’র পাশাপাশি বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ), বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম, বাংলাদেশ ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স সার্ভেয়ার্স অ্যাসোসিয়েশন, বীমা প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং  দেশের সবি জীবন ও সাধারণ বিমা কোম্পানি অংশগ্রহণ করবে।

এমআই/এসএসএইচ