দুই সুসংবাদে পাল্টে গেল পুঁজিবাজার
নতুন করে সার্কিট ব্রেকার আরোপ ও পুঁজিবাজার স্ট্যাবলাইজেশন ফান্ড থেকে ১০০ কোটি টাকা বিনিয়োগের খবরে লেনদেনের শুরুতেই পাল্টে গেছে দেশের পুঁজিবাজারের চিত্র। ফলে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৯ মার্চ) দেশের পুঁজিবাজারে সূচকের বড় উত্থানের মাধ্যমে লেনদেন চলছে।
প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছে ১১৪ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১৫৮ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেনের পরিমাণ।
বিজ্ঞাপন
বাজার সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দুই উদ্যোগে পাল্টে গেছে পুঁজিবাজারের চিত্র। একটি হলো- পুঁজিবাজারের অব্যাহত দরপতন ঠেকাতে নতুন করে সার্কিট ব্রেকার আরোপ করা। এর ফলে কোনো শেয়ার এক দিনে ২ শতাংশের বেশি কমতে পারবে না। যা আজ থেকে কার্যকর হয়েছে।
অপরটি হলো- বাজারকে সাপোর্ট দেওয়ার জন্য পুঁজিবাজার স্ট্যাবলাইজেশন ফান্ড থেকে ১০০ কোটি টাকা বিনিয়োগের জন্য আইসিবিকে নির্দেশ দেওয়া হয়েছে। আইসিবি ইতোমধ্যে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে।
বিজ্ঞাপন
ডিএসইর তথ্য অনুযায়ী, বুধবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১৪ দশমিক ৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক বেড়েছে ২৫ দশমিক ৮৫ পয়েন্ট। ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ৪০ দশমিক ৯৩ পয়েন্ট।
এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১১৪কোটি ১৯ লাখ ৮৯ হাজার টাকা। এর আগের দিন একই সময়ে লেনদেন হয়েছিল ৯৬ কোটি ৭৩ লাখ ২৯ হাজার টাকা।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৫৮ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ১৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
এ সময়ে লেনদেন হয়েছে ২ কোটি ২৮ লাখ ৩১ হাজার টাকার শেয়ার। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৩টির, কমেছে ৬টির আর অপরিবর্তিত রয়েছে ৪টি প্রতিষ্ঠানের শেয়ারের।
এমআই/জেডএস