সূচকের ওঠানামায় চলছে লেনদেন
সূচকের ওঠানামায় চলছে মঙ্গলবার (১৫ মার্চ) দেশের পুঁজিবাজারের লেনদেন। এদিন লেনদেনের প্রথম ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ৭ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক কমেছে ২০ পয়েন্ট।
পুঁজিবাজারে আজ সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। লেনদেনে দেখা গেছে ধীরগতি।
বিজ্ঞাপন
ডিএসইর তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সময়ে ডিএসইতে ৩৩৯টি প্রতিষ্ঠানের মোট ৯ কোটি ৪৭ লাখ ১৯ হাজার ৯৩৮টি শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।
এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭ দশমিক ৫৭ পয়েন্ট কমে ৬ হাজার ৭৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএসর সূচক বেড়েছে ২ দশমিক ১৫ পয়েন্ট আর ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে কমেছে ৫ দশমিক ৪৯ পয়েন্ট।
বিজ্ঞাপন
এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ২৮৪ কোটি ৮৯ লাখ ২ হাজার টাকা।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট কমে ১৯ হাজার ৭৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ৪ কোটি ৬৫ লাখ ৯৫ হাজার ৪৬৬ টাকার শেয়ারের।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৫৮টির, কমেছে ৭৩টির। আর অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এমআই/এমএইচএস