সর্বশেষ বছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া নাহী অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেডের মুনাফা বেড়ে দ্বিগুণ হয়েছে। কোম্পানিটির চলতি বছরের জানুয়ারি থেকে গত ৩১ মার্চ সময়ের সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

যা রোববার (১৭ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

কোম্পানিটির তথ্য মতে, ২০১৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৯ পয়সা। যা আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৬২ পয়সা। অর্থাৎ কোম্পানিটির মুনাফা দ্বিগুণ বেড়েছে।

তাতে ২০২১-২২ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৪১ পয়সা। যা গত বছরের একই সময়ে ১ টাকা ৬৪ পয়সা ছিল। অর্থাৎ তিন প্রান্তিকে মিলে আগের বছরের একই সময়ের তুলনায় মুনাফা বেড়েছে।

তাতে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১৮ টাকা ৭৮ পয়সায়। কোম্পানির শেয়ারের বুধবার সর্বশেষ লেনদেন হয়েছিল ৭৩ টাকা ৬০ পয়সায়। কোম্পানিটি ২০২০ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ অর্থাৎ শেয়ারপ্রতি এক টাকা করে লভ্যাংশ দিয়েছে।

এমআই/এসএসএইচ