দ্বিগুণের বেশি মুনাফা বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেডের। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসের আর্থিক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, ২০২১-২২ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি ২২-মার্চ ২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৮ পয়সা। যা এর আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৫৩ পয়সা। অর্থাৎ ১ টাকা ৮৫ পয়সা করে বেড়েছে।

২০১৬ সালে তালিকাভুক্ত কোম্পানিটির শুধু তৃতীয় প্রান্তিকেই নয়, ২০২১ সালের জুলাই থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত মোট  ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ২৪ পয়সা। এর আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৫ টাকা ৩৮ পয়সা। অর্থাৎ ৯ মাসে শেয়ার প্রতি মুনাফা বেড়েছে ২ টাকা ৮৬ পয়সা।

কোম্পানিটির বর্তমানে শেয়ার সংখ্যা ১৬ কোটি ১৭ লাখ ১৩ হাজার ৩০৫টি। তাতে ৩১ মার্চ সময় পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৫১ টাকা ০৮ পয়সা।

কোম্পানিটির সর্বশেষ ৩০ জুন ২০২১ সালের সমাপ্ত বছরের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। তার আগের বছর ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

এমআই/আইএসএইচ