মুনাফা বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এইচ আর টেক্সটাইল মিলস লিমিটেডের। কোম্পানিটির চলতি অর্থবছরের তিন প্রান্তিক অর্থাৎ গত জুলাই থেকে ৩১ মার্চ ২০২২ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

যা মঙ্গলবার (১৯ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

কোম্পানিটির তথ্য মতে, তিন প্রান্তিক তথা গত ৯ মাসে কোম্পানিটি কর পরবর্তী মুনাফা হয়েছে ৩ কোটি ২৩ লাখ ৮০ হাজার ৮৩২ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল ২কোটি ৩৫ লাখ ২২ হাজার ৫১০ টাকা।

তাতে ২০২১-২২ অর্থবছরের ৩১ মার্চ সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ২২ পয়সা। যা ২০২০০-২১ সালের একই সময়ে ছিল ৯৩ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির মুনাফা বেড়েছে ২৯ পয়সা করে।

তাতে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ছিল ৪৪ টাকা ৮২ পয়সা। আগের বছর যা ছিল ৪৫ টাকা ১৮ পয়সা।

এমআই/এসএসএইচ