শেয়ার কেনার চেয়ে বিক্রির চাপে সূচকের নিম্নমুখী প্রবণতার মাধ্যমে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে সোমবার (২৫ এপ্রিল) দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। এতে লেনদেনের প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ২০ পয়েন্ট।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক কমেছে ২২ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। তাতে লেনদেনেও ধীরগতি দেখা দিয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সময়ে ৩৬৪টি প্রতিষ্ঠানের মোট ৩ কোটি ৬৬ লাখ ৮৮ হাজার ৪১৮টি শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট কমে ৬ হাজার ৬৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক আগের দিনের চেয়ে ৫ দশমিক ১২ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট কমেছে। তাতে প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ২৪৮ কোটি ১৪ লাখ ২ হাজার টাকার শেয়ার ও ইউনিটের। এর আগের একই সময়ে লেনদেন হয়েছিল ২৫৩ কোটি ২৪ লাখ ৯১ হাজার টাকার।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ২২ পয়েন্ট কমে ১৯ হাজার ৬২৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ৭ কোটি ৭৮ লাখ ৫২ হাজার ৩৮০ টাকার শেয়ার। এর আগের একই সময়ে লেনদেন হয়েছিল ৫ কোটি ৪৭ লাখ ৮৩ হাজার ৪২৯ টাকার শেয়ার।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬১টির, কমেছে ৬৫টির আর অপরিবর্তিত রয়েছে ২৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এমআই/এসকেডি