১৫ ট্রেডারের কার্যক্রমে স্থগিতাদেশ প্রত্যাহার
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সদস্যভুক্ত ৯টি ব্রোকারেজ হাউজের ১৫ ট্রেডারের লেনদেন কার্যক্রমে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (২৭ এপ্রিল) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) স্থগিতাদেশ প্রত্যাহারের করে এ সংক্রান্ত চিঠি ব্রোকারেজ হাউজগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠিয়েছে।
বিজ্ঞাপন
এর আগে শূন্য দরে শেয়ার বিক্রির আদেশকে অস্বাভাবিক ও সন্দেহজনক মনে করে গত ১৮ এপ্রিল ৯ ব্রোকারেজ হাউজের ১৫ ট্রেডারের লেনদেন কার্যক্রমে স্থগিতাদেশ দেয় বিএসইসি।
এরপর গত ২১ এপ্রিল ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) পক্ষ থেকে ১৫ জন ট্রেডারের ওপর দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করে বিএসইসিকে চিঠি দেওয়া দেওয়া হয়। সংগঠনটির সভাপতি রিচার্ড ডি রোজারিও আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ট্রেডারের লেনদেনের স্থগিতাদেশ প্রত্যাহার করে নিল বিএসইসি।
বিজ্ঞাপন
এমআই/এসকেডি