পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইস্টার্ন কেবলস লিমিটেডের সম্পদ বেড়েছে ৮৭৯ কোটি ৮৮ লাখ ৫৪ হাজার ৮৫২ টাকা। মঙ্গলবার (২৮ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ডিএসইর তথ্য মতে, ২০২১ সালের আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানিটির সম্পদের মূল্য ছিল ১৫ কোটি ৯৫ লাখ লাখ ৯৯ হাজার ৬৩৯ টাকা। সেই সম্পদ পুনঃমূল্যায়নে দাঁড়িয়েছে ৮৯৫ কোটি ৮৪ লাখ ৫৪ হাজার ৪৯১ টাকা। অর্থাৎ ইস্টার্ন ক্যাবলসের সম্পদের (জমি,প্যান্ট এবং  কারখানার যন্ত্রপাতি) পরিমাণ ৮৭৯ কোটি ৮৮ লাখ ৫৪ হাজার ৮৫২ টাকা বেড়েছে।

১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় সরকারি এই কোম্পানিটি। বর্তমানে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ২ কোটি ৬৪ লাখ। এর মধ্যে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ১৭ দশমিক ৭৭ শতাংশ শেয়ার। আর ৫১ শতাংশ রয়েছে সরকারের হাতে। আর মাত্র ১৩ দশমিক ২ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

২০১৯ সালে শেয়ারহোল্ডারদের পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া কোম্পানিটির সোমবার শেয়ারের দাম ছিল ১৪০ টাকা। আজ সেই শেয়ার ৮ টাকা ১০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ১৪৮ টাকা ১০ পয়সায়।

এমআই/এমএইচএস