ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে, ১৫ টাকা শুরু লেনদেন
ক্রিস্টাল ইন্সুরেন্স
পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রথম দিনেই চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে বীমা খাতের কোম্পানি ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড।
চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর অর্থাৎ তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৮২ পয়সা।
বিজ্ঞাপন
আইপিও পরবর্তী শেয়ার হিসেবে কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর সমাপ্ত সময়ে ইপিএস হয়েছে ৫৮ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৫ টাকা ৭৯ পয়সা। আইপিও পরবর্তী শেয়ার হিসেবে কোম্পানিটির এনএভি হয়েছে ১৯ টাকা ৪৭ পয়সা।
বিজ্ঞাপন
এদিকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে আজ (২১ ডিসেম্বর) কোম্পানিটি দেশের দুই পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়ে সকাল ১০টা থেকে লেনদেন শুরু হয়েছে। লেনদেনের শুরুতে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ার দাম ছিল ১৫ টাকা।
’এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু হওয়া কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১৬ কোটি টাকা সংগ্রহ করে। কোম্পানিটিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৭৪১তম নিয়মিত সভায় কোম্পানিটিকে আইপিওর মাধ্যমে ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ৬৯ লাখ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ১৬ কোটি টাকা সংগ্রহের অনুমোদন দেয়।
উত্তোলিত অর্থের ৮ কোটি টাকা এফডিআর, ৬ কোটি ৯২ লাখ ৭১ হাজার ৫০০ টাকা ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ ও ১ কোটি ৭ লাখ ২৮ হাজার ৫০০ টাকা আইপিও বাবদ খরচ করবে।
আর্থিক প্রতিবেদন অনুসারে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ২০১৯ সালে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ দশমিক ৯২ টাকা। আর ২০১৯ সালের ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) রয়েছে ২৪ দশমিক ৪২ টাকা।
এদিকে আজ কোম্পানিটির শেয়ার সর্বোচ্চ ১৫ টাকা দরে লেনদেন হতে পারবে। কেননা নতুন নিয়ম অনুসারে লেনদেনের প্রথম দিন থেকেই সার্কিট ব্রেকার চালু রয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারে। তাই লেনদেন শুরুর প্রথম দিনে সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারের দাম আইপিওর অফার মূল্যের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারবে। একইভাবে ৫০ শতাংশ পর্যন্ত কমতে পারবে; এর বেশি নয়।
পাশাপাশি বিএসইসির নির্দেশনা অনুযায়ী, লেনদেনের প্রথম ৩০ দিন কোম্পানিটির শেয়ার কিনতে মার্জিন ঋণ না দিতে স্টক ব্রোকার্স ও মার্চেন্ট ব্যাংকার্সদের নিষেধাজ্ঞা জানানো হয়েছে।
এমআই/এসএম