পাটের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতে কাজ চলছে: পাটমন্ত্রী
বিজেএ নেতাদের সঙ্গে আলোচনাকালে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী
বাংলাদেশ ঐতিহ্যগতভাবে বিশ্বের সেরা মানের পাট উৎপাদন করে। তাই পাটের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
রোববার (২০ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের (বিজেএ) নেতাদের সঙ্গে আলোচনাকালে মন্ত্রী এ কথা বলেন।
বিজ্ঞাপন
এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিনা ইয়াসমিন, বিজেএ’র সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আরজু রহমান ভূইয়াসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, বাংলাদেশকে আবারো সোনালি আঁশের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার কাজ চলছে। পরিবেশবান্ধব পাটের ব্যবহার বহুমুখীকরণ এবং উচ্চমূল্য সংযোজিত পাটপণ্য উৎপাদন, বাজারজাতকরণ ও ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে এই খাতে নতুন নতুন পণ্য সংযোজিত হচ্ছে। এরমধ্যে রয়েছে পাটকাঠি থেকে চারকোল, কম্পোজিট জুট টেক্সটাইল, জুট জিও-টেক্সটাইলের মত পণ্য।
বিজ্ঞাপন
তিনি বলেন, দেশীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা বিবেচনায় পাট শিল্পের বিশ্বব্যাপী সম্প্রসারণে সরকার ২৮২ প্রকার দৃষ্টিনন্দন পণ্যকে বহুমুখী পাটজাত পণ্য হিসেবে ঘোষণা করেছে। কাঁচাপাট-পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি, দেশের অভ্যন্তরের পাটপণ্যের ব্যবহার বৃদ্ধি, পাটের ন্যায্যমূল্য নির্ধারণসহ পরিবেশ রক্ষায় সরকার কাজ করে যাচ্ছে। তবে কাঁচাপাট রপ্তানিতে সরকার থেকে কোনো বাধা থাকবে না বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, এ খাতের নানামুখী সমস্যা সম্পর্কে সরকার সচেতন রয়েছে। বর্তমান সরকারের নেওয়া নীতিমালা ও পরিকল্পনাকে কাজে লাগিয়ে পাটখাতের রপ্তানি বাজার সম্প্রসারণ, বৈদেশিক মুদ্রা অর্জন এবং পরিবেশ রক্ষায় অবদানের মাধ্যমে কাজ করছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।
এসএইচআর/ওএফ