বন্ড ছাড়বে এক্সিম ও ইসলামী ব্যাংক

মুদারাবা বন্ড ছেড়ে থেকে ১ হাজার ৩০০ কোটি টাকা উত্তোলন করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও এক্সিম ব্যাংক লিমিটেড।

ব্যাংকটির দুটির পরিচালনা পর্ষদ রোববার (২০ ডিসেম্বর) এ সিদ্ধান্ত নেয়। সোমবার(২১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে তথ্য জানা গেছে।

এখনে যা শুধু আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, করপোরেট হাউজ, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মিউচ্যুয়াল ফান্ড এবং সাধারণ বিনিয়োগকারীরা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এ ইউনিট কিনতে পারবে।

এর মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মুদারাবা রিডেমেবল নন-কনভারটিবল সাবঅর্ডিনেটেড বন্ড ছেড়ে পুঁজিবাজার থেকে ৮০০ কোটি টাকা উত্তোলন করবে ব্যাংকটি।

বন্ডটির উত্তোলিত অর্থ দিয়ে প্রতিষ্ঠানটি মূলধন ভিত্তি শক্তিশালী করবে। বন্ডটির মেয়াদ হবে ৭ বছর। তবে বাংলাদেশ ব্যাংক ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বন্ডটির চূড়ান্ত অনুমোদন দেবে। বিএসইসির অনুমোদনের পরই পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করবে ব্যাংকটি।

১৯৮৫ সালে তালিকাভুক্ত ব্যাংকটি সর্বশেষ বছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। তার আগের ২ বছরও ১০ শতাংশ করে নগদ লভ্যাংশ ঘোষণা করে।

অপরদিকে মুদারাবা সাবওর্ডিনেটেড বন্ড ছেড়ে ৫০০ কোটি টাকা উত্তোলন করবে এক্সিম ব্যাংক লিমিটেড।

বন্ডটির উত্তোলিত অর্থ দিয়ে প্রতিষ্ঠানটি টায়ার-টু এর মূলধন ভিত্তি শক্তিশালী করবে। বন্ডটির মেয়াদ হবে ৭ বছর। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বন্ডটির চূড়ান্ত অনুমোদন দেবে।

এর আগের এক্সিম ব্যাংক ২০১৭ সালে পুঁজিবাজার থেকে বন্ড ইস্যুর মাধ্যমে ৪০০ কোটি টাকা উত্তোলন করেছিল। বিএসইসির ৫৯৭তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বন্ডটির বৈশিষ্ট্য ছিল, শেয়ারে রূপান্তরযোগ্য নয় এবং মুদারাবা সাবওর্ডিনেটেড বন্ড। বন্ডটি মেয়াদও ছিল ৭ বছর।

এমআই/এসএম