বিএসইসিতে কমোডিটি এক্সচেঞ্জের খসড়া আইন
কমোডিটি এক্সচেঞ্জ পরিচালনার জন্য তৈরি খসড়া আইন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) জমা দিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।
মঙ্গলবার (১১ অক্টোবর) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী-রুবাইয়াত-উল-ইসলামের হাতে খসড়া জমা দেন সিএসই চেয়ারম্যান আসিফ ইব্রাহিম। এ সময় সিএসইর পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সিএসইর সিনিয়র অফিসার তানিয়া বেগম। তিনি বলেন, আজ বিকেলে কমোডিটি এক্সচেঞ্জের খসড়া আইন কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে। কমিশন আইনটি যাচাই-বাছাই করে চূড়ান্ত অনুমোদন করবে।
সিএসইর তথ্য মতে, ইন্টারেক্টিভ প্রতিক্রিয়া, সিএসই ও এমসিএক্স কোরের মধ্যে একাধিক ব্রেনস্টর্মিং সেশনের উপর ভিত্তি করে একটি দল এই খসড়া তৈরি করে। এছাড়া মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া (এমসিএক্স) প্রকল্প পরামর্শদাতা হিসাবে খসড়া তৈরিতে কাজ করেছে।
বিজ্ঞাপন
সূত্র জানায়, বাংলাদেশে প্রথম পণ্য বিনিময় প্রতিষ্ঠার জন্য চলতি বছরের ১২ এপ্রিল সিএসই এবং এক্সচেঞ্জ অব ইন্ডিয়ার মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এমন একটি বাজার তৈরি এবং বিকাশের জন্য খসড়া আইন (দুটি ধাপে বিভক্ত করার প্রস্তাব করা হয়েছে) কমিশনের কাছে পর্যালোচনার জন্য বিএসইসির জমা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) প্রকল্প পরামর্শক মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অব ইন্ডিয়া (এমসিএক্স) এর সঙ্গে এমওইউ স্বাক্ষর করার ৬ মাসের মধ্যে প্রথম উদ্যোগটি সফলভাবে সম্পন্ন করেছে।
এমআই/এসকেডি