পাঁচশ কোটি টাকার বন্ড ছাড়বে পূবালী ব্যাংক
সক্ষমতা বাড়াতে বন্ড ছেড়ে পুঁজিবাজার থেকে পাঁচশ কোটি টাকা উত্তোলন করতে চায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান পূবালী ব্যাংক লিমিটেড। পারপেচুয়াল বন্ড ছেড়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে এই অর্থ উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (০৪ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ তথ্য প্রকাশ করা হয়েছে। এর আগে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ বন্ড ছাড়ার সিদ্ধান্ত নেয়।
বিজ্ঞাপন
এতে বলা হয়, ডিসেম্বর ২০১৪ সালের ঝুঁকিভিত্তিক মূলধন আধিপত্য সম্পর্কিত বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনসের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকের ব্যাসেল-২ এর সম্মতিতে অতিরিক্ত টায়ার-১ (এটি-১) মূলধন শর্ত পরিপালনে এই বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি পরিচালনা পর্ষদ।
১৯৮৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি প্রথমে বাংলাদেশ ব্যাংকের কাছে বন্ড ছাড়ার অনুমোদনের জন্য আবেদন করবে। এরপর চূড়ান্ত অনুমোদনের জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করবে। কমিশন অনুমোদনের পর এই বন্ড ইস্যু করবে ব্যাংকটি।
বিজ্ঞাপন
বর্তমানে পূবালী ব্যাংকের উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে প্রতিষ্ঠানের ৩১ দশমিক ৪৯ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২৬ দশমিক ৯১ শতাংশ শেয়ার। এছাড়াও বিদেশিদের হাতে রয়েছে দশমিক ৪৪ শতাংশ, সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৪১ দশমিক ১৬ শতাংশ শেয়ার।
২০১৯ সালে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছিল ২১৬ কোটি ২৯ লাখ টাকা। ২০২০ সালের নয় মাসে অর্থাৎ ৩১ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছে ৩০১ কোটি ৮১ লাখ ৫ হাজার টাকা। এর মধ্যে তৃতীয় প্রান্তিকে মুনাফা হয়েছে ১৫৪ কোটি টাকা।
এমআই/জেডএস