দরপতনের মধ্যদিয়ে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৯ জানুয়ারি) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। দিনভর সূচক ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৮ পয়েন্ট। তবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৫ পয়েন্ট।

ডিএসইতে সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। এর আগে গত রোববার দরপতনের পর সোম, মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার টানা চার দিন পুঁজিবাজারে উত্থান হয়েছে।

ডিএসইর তথ্য মতে, এদিন বাজারে ৩৪৩টি প্রতিষ্ঠানের ৭ কোটি ৩৯ লাখ ৭২ হাজার ৬৩৩টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এ কেনা-বেচা থেকে মোট লেনদেন হয়েছে ৪৮৯ কোটি ১৭ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট। আগের কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৫০৫ কোটি ৫৩ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট। অর্থাৎ আগের কর্মদিবসের চেয়ে লেনদেন কমেছে।

লেনদেন হওয়া ৩৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে ফ্লোর প্রাইসের কারণে অপরিবর্তিত রয়েছে ১৭৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। তার বিপরীতে দাম বেড়েছে ২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম, আর কমেছে ১৪২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭ দশমিক ৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৮৮ পয়েন্টে। ডিএসইএস শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ২ দশমিক ৫৭ পয়েন্ট কমে ১ হাজার ৩৭১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৩১ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো- বসুন্ধরা পেপার মিলস, জেনেক্স ইনফোসিস, ইস্টার্ন হাউজিং, আমরা নেটওয়ার্কস, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, ইউনিক হোটেল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সামিট পাওয়ার পোর্ট এবং শাইনপুকুর সিরামিকস লিমিটেড।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএএসপিআই ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৭০ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৫৩ লাখ ৪ হাজার ৫৯৩ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ২১ কোটি ৩৯ লাখ ১৫ হাজার ৪৩৭ টাকা।

সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৪৬টি প্রতিষ্ঠানের মধ্যে ২৫টির দাম বেড়েছে। বিপরীতে কমেছে ৫৯টির ও ৬২টির দাম অপরিবর্তিত রয়েছে।

এমআই/জেডএস