দিনভর সূচক ওঠানামার মধ্য দিয়ে সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (৮ ফেব্রুয়ারি) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন ওষুধ ও খাদ্য খাতের কিছু কোম্পানির দাম বৃদ্ধির ফলে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১০ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৩১ পয়েন্ট।

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণও। সূচক লেনদেন বাড়লেও এদিন অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এদিন ডিএসইতে ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। তার বিপরীতে কমেছে ১২০টি আর অপরিবর্তিত রয়েছে ১৭২টি কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইর তথ্য মতে, বুধবার বাজারটিতে ৩৩৬টি প্রতিষ্ঠানের ৯ কোটি ২৬ লাখ ২৬ হাজার ৪৪১টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এ কেনা-বেচা থেকে মোট লেনদেন হয়েছে ৭৪৫ কোটি ৪৫ লাখ ৪৪ হাজার টাকা। আগের কর্মদিবসে মঙ্গলবার লেনদেন হয়েছিল ৫৫৩ কোটি ১৯ লাখ ৯৫ হাজার টাকার। অর্থাৎ আগের কর্মদিবসের চেয়ে লেনদেন কিছুটা বেড়েছে।

অধিকাংশ খাতের শেয়ারের দাম কমায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৯৫ পয়েন্টে। ডিএসইএস শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ৫ দশমিক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৬ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৪১ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো— বাংলাদেশ শিপিং করপোরেশন, জেনেক্স ইনফোসিস, শাইনপুকুর সিরামিকস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ফার্মা, আমরা নেটওয়ার্কস, রয়েল টিউলিপ সি পার্ল, ইস্টার্ন হাউজিং, জেমিনী সি ফুড এবং বসুন্ধরা পেপার লিমিটেড।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএএসপিআই ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৭১ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ২০ কোটি ৬ লাখ ২২ হাজার ৭০৩ টাকা।

সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৪৮টি প্রতিষ্ঠানের মধ্যে ২৫টির দাম বেড়েছে। বিপরীতে কমেছে ৬২টির ও ৬১টির দাম অপরিবর্তিত রয়েছে।

এমআই/এসকেডি