মুনাফা বাড়লেও উত্তরা ব্যাংকের লভ্যাংশ বাড়েনি
শেয়ারহোল্ডারদের জন্য ২৮ শতাংশ লভ্যাংশ (১৪ শতাংশ নগদ ও ১৪ শতাংশ বোনাস) ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি উত্তরা ব্যাংক লিমিটেড। জানুয়ারি থেকে ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর এই লভ্যাংশ অনুমোদন করেছে ব্যাংকটির পর্ষদ। অর্থাৎ ১ টাকা ৪০ পয়সা করে নগদের পাশাপাশি ১৪ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেবে ব্যাংকটি।
সোমবার (৩ এপ্রিল) ব্যাংকের ৭৮৩তম পর্ষদ সভায় ২০২২ সালের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের নগদ ও বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
তথ্য মতে, ২০২২ সালে ব্যাংকটির কর পরবর্তী মুনাফা হয়েছে ২৭০ কোটি ৬৪ লাখ ৫২ হাজার ৯১৪ টাকা। যা ২০২১ সালে হয়েছিল ২২১ কোটি ৯৮ লাখ ১৩ হাজার ২৯০ টাকা। অর্থাৎ আগের বছরের চেয়ে মুনাফা বেড়েছে ৪৮ কোটি ৬৬ লাখ ৩৯ হাজার ৬২৪ টাকা।
তাতে ২০২২ সালে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ২০ পয়সা। সেখান থেকে ব্যাংকটি তার ৬৪ কোটি ৩৭ লাখ ৩৯ হাজার ৬৩টি শেয়ারহোল্ডারদের জন্য ১ টাকা ৪০ পয়সা করে লভ্যাংশ দেবে। তার সঙ্গে ১৪ শতাংশ করে বোনাস শেয়ারও দেবে। তবে বোনাস শেয়ার লভ্যাংশ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছ থেকে চূড়ান্ত অনুমোদন নিতে হবে।
বিজ্ঞাপন
এর আগের বছর অর্থাৎ ২০২১ সালে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩ টাকা ৪৫ পয়সা। সেই বছরও শেয়ারহোল্ডারদের ১৪ শতাংশ নগদ আর ১৪ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল। সে হিসেবে ব্যাংকটির মুনাফা বাড়লেও লভ্যাংশ বাড়ায়নি কর্তৃপক্ষ।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ মে। ওইদিন বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে। আর এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ এপ্রিল।
ব্যাংকটির শেয়ার আজ লেনদেন হয়েছে ২৩ টাকা ৬০ পয়সায়। মঙ্গলবার এর শেয়ার লেনদেনে (দাম বাড়া বা কমা) কোনো সীমারেখা থাকছে না।
এমআই/জেডএস