ইনভেস্টএশিয়া ব্যালেন্স ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন
ইনভেস্টএশিয়া ব্যালেন্স ইউনিট ফান্ডের বে-মেয়াদি খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (৩১ মে) বিএসইসির ৮৭০তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।
বিজ্ঞাপন
তিনি বলেন, অদ্যকার বে-মেয়াদি ইনভেস্টএশিয়া ব্যালেন্স ইউনিট ফান্ডের অনুমোদন করেছে। ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ৫০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা ইনভেস্টএশিয়া ক্যাপিটাল অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড ৫ কোটি টাকা প্রদান করবে। যা ফান্ডের প্রাথমিক আকারের ১০ শতাংশ। বাকি ৪৫ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে।
ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা। ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হলো ইনভেস্ট এশিয়া ক্যাপিটাল অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। ফান্ডের ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে সেনটিনেল ট্রাস্টি এবং কাস্টোডিয়ান সার্ভিস লিমিটেড।
বিজ্ঞাপন
এমআই/এমএ