বন্ড ছাড়বে ঢাকা ব্যাংক
বন্ড ছেড়ে বাজার থেকে ৬০০ কোটি টাকা উত্তোলন করতে চায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ঢাকা ব্যাংক লিমিটেড। ব্যাংকটি চতুর্থ সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর মাধ্যমে বাজার থেকে ৬০০ কোটি টাকা সংগ্রহ করবে। ব্যাংকটির সোমবার (২৬ জুন) সর্বশেষ ৪৪৯তম পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছে কোম্পানি সচিব শাহজাহান মিয়া। তিনি বলেন, ব্যাংকের মূলধনের ভিত্তি শক্তিশালী করতে পর্ষদ ৬০০ কোটি টাকার বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এখন বাংলাদেশ ব্যাংক এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার কাছে চূড়ান্ত অনুমোদনের জন্য আবেদন করা হবে।
বিজ্ঞাপন
বোর্ড সভার সিদ্ধান্ত অনুসারে, ঢাকা ব্যাংক বন্ডের টাকা দিয়ে ব্যাংকটি তার টায়ার-ll মূলধনের ভিত্তি শক্তিশালী করবে। এর উদ্দেশ্য বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুসারে ব্যাংকটির ঝুঁকিভিত্তিক সম্পদের পর্যাপ্ততা নিশ্চিত করা।
২০০০ সালে তালিকাভুক্ত এই ব্যাংকটির পরিশোধিত মূলধন ৯৪৯ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা। আর পরিশোধিত মূলধন হচ্ছে ১ হাজার কোটি টাকা। কোম্পানিটির শেয়ার সোমবার (২৬ জুন) সর্বশেষ লেনদেন হয়েছে ১২ টাকা ৫০ পয়সা। ২০২১ সালে ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। ২০২২ সালের জন্যও ১২ শতাংশ (নগদ ৬, বোনাস ৬ শতাংশ) লভ্যাংশ ঘোষাণা করেছে।
বিজ্ঞাপন
এমআই/এসএম