ঢাকা স্টক এক্সচেঞ্জ - পুরাতন ছবি

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান রেগুলেটরি অফিসার (সিআর) পদে নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। ঠিক এই অবস্থায় নতুন করে চার পদে আরও ৮ জন কর্মকর্তা নিয়োগ দেয়ার সিদ্ধান্ত হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই ওয়েবসাইটে দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি একজন সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) অথবা উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম), একজন উপ-ব্যবস্থাপক অথবা ব্যবস্থাপক, তিন জন নির্বাহী অথবা জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা এবং নিরাপত্তা পরিদর্শক পদে তিনজনকে নিয়োগ দিবে। 

আগ্রহী প্রার্থীদের আগামী ৫ জানুয়ারির মধ্যে আবেদন করতে বলা হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন এখানে 

এমআই/এইচকে