দরপতনের দিনেও উজ্জীবিত বিমা কোম্পানির শেয়ার
কয়েকদিন উত্থানের পর শেয়ার বিক্রির চাপে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৭ এপ্রিল) আবারও বড় দরপতন হয়েছে দেশের পুঁজিবাজারে। তবে এ দরপতনের দিনও উজ্জীবিত ছিল বিমা কোম্পানির শেয়ার।
এ খাতে তালিকাভুক্ত ৫০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩০টির, কমেছে ১৫টির, আর অপরিবর্তিত ছিল পাঁচটি কোম্পানির শেয়ারের। ফলে দাম বাড়ার শীর্ষে দশের থাকার তালিকায় উঠে এসেছে ৯ বিমার কোম্পানির শেয়ার।
বিজ্ঞাপন
বাজার বিশ্লেষণে দেখা গেছে, মুনাফা তুলে নেওয়ার প্রবণতার মধ্যদিয়ে মঙ্গলবার সকাল ১০টা থেকে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হয়। এসময়ে শেয়ার কেনার চেয়ে বিক্রয়াদেশ এতই বেশি ছিল যে মাত্র ২৪ মিনিটে সূচক পতন হয় ৬৫ পয়েন্ট। এরপর দিনের বাকি লেনদেন হয়েছে সূচকের ওঠা-নামার মধ্যদিয়ে।
দিন শেষে ডিএসই প্রধান সূচক কমেছে ৬৩ পয়েন্ট। এর আগের দিন কমেছিল ১২ পয়েন্ট। এর ফলে নয় কার্যদিবস উত্থানের পর টানা দুদিন সূচক পতন হল। এদিন অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক কমেছে ১৬৬ পয়েন্ট। তার আগের দিন কমেছিল ৪৯ পয়েন্ট।
বিজ্ঞাপন
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬৩ দশমিক ৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪২২ পয়েন্টে। শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসইএস ১৭ দশমিক ৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৪৫ পয়েন্টে। বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক ৩৩ দশমিক ৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৯২ পয়েন্টে।
মঙ্গলবার লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে ২৩১টির, অপরিবর্তিত রয়েছে ৬২টির। মোট লেনদেন হয়েছে ৮২৪ কোটি ৩৬ লাখ ৬৯ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১৯৫ কোটি ৭৫ লাখ ৫২ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে প্রায় তিনশ কোটি টাকা লেনদেন কমেছে।
দাম বাড়ার শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে- ক্রিস্টাল, ফনিক্স, ঢাকা, অগ্রণী, সিটি জেনারেল ইনস্যুরেন্স, ন্যাশনাল ফিড মিলস লিমিটেড, ফেডারেল ইনস্যুরেন্স, কন্টিনেন্ট্রাল ইনস্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স এবং সোনার বাংলা ইনস্যুরেন্স লিমিটেড।
ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল- বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, ন্যাশনাল ফিড মিলস, লাফার্জহোলসিম বাংলাদেশ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, লঙ্কাবাংলা ফাইন্যান্স, রবি আজিয়াটা, ফনিক্স, অগ্রণী এবং ক্রিস্টাল ইনস্যুরেন্স লিমিটেড।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১৬৬ কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৬২ পয়েন্টে।
লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ১৫৮টির, আর অপরিবর্তিত রয়েছে ২৯টির। লেনদেন হয়েছে মোট ৪১ কোটি ৮১ লাখ ১৮ হাজার টাকা। এর আগের দিন লেনেদেন হয়েছিল ৭১ কোটি ৯৭ লাখ ৬৬ হাজার টাকা।
এমআই/এসএম