বিমা খাতের পর এবার ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের দাপটে বড় উত্থানে শেষ হয়েছে দেশের পুঁজিবাজারের লেনদেন। টানা সাত কার্যদিবস দাম বাড়ার পর সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৫ মে) বিমার শেয়ারে মূল্য সংশোধন হয়েছে। তবে এদিনও মিউচ্যুয়াল ফান্ড পুঁজিবাজারকে চাঙা রাখতে বড় ভূমিকা রেখেছে।

দীর্ঘদিন ধরে অলস পড়ে থাকা বিনিয়োগকারীদের ২১ হাজার কোটি টাকার ফান্ড শিগগিরই পুঁজিবাজারে আসছে। পাশাপাশি এখন থেকে বন্ডে বিদেশিরাও বিনিয়োগ করতে পারবেন, এ দুটি সুখবরে বুধবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের পুঁজিবাজারে লেনদেন শুরু হয়। মাত্র আড়াই ঘণ্টার লেনদেনের মধ্যে প্রথম এক ঘণ্টা ৮ মিনিট উত্থানের মধ্য দিয়ে লেনদেন হয়। এরপর বিমা কোম্পানির শেয়ার বিক্রির চাপে শুরু হয় সূচকের ওঠানামা, যা দিনের বাকি সময় অব্যাহত ছিল।

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৫৩ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বেড়েছে ১৫৪ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, এদিন মিউচ্যুয়াল ফান্ড খাতে তালিকাভুক্ত ৩৭টি প্রতিষ্ঠানের ইউনিটের শেয়ারের দাম বেড়েছে। আর ব্যাংক খাতের ৩১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৭টির, কমেছে দুটির, অপরিবর্তিত রয়েছে দুটি শেয়ারের দাম। একইভাবে দাম বেড়েছে আর্থিক খাত ও বিদ্যুৎ জালানি খাতের শেয়ারের। আর সেই ধাক্কায় বড় উত্থান হয়েছে।

ডিএসইর তথ্য মতে, বুধবার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫৩ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসইএস সূচক দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৪৯ পয়েন্টে এবং বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক ১৩ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩২ পয়েন্টে।

লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৩টির, কমেছে ১০০টির, অপরিবর্তিত রয়েছে ৬৪টির। মোট লেনদেন হয়েছে ১ হাজার ৩৯৮ কোটি ৫১ লাখ ১১ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৩৫৬ কোটি ১০ লাখ ৫ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে।

আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল- বেক্সিমকো, লঙ্কা বাংলা ফাইন্যান্স, ন্যাশনাল ফিড মিলস, রবি আজিয়াটা, পাইওনিয়র ইন্স্যুরেন্স, সন্ধানী লাইফ, বিডি ফাইন্যান্স, ম্যাকসন স্পিনিং, রূপালী লাইফ ইন্স্যুরেন্স এবং লাফার্জ হোলসিম লিমিটেড।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ১৪৫ পয়েন্টে।

লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৯টির, কমেছে ৮৪টির, আর অপরিবর্তিত রয়েছে ২৮টির। লেনদেন হয়েছে মোট ৪৩ কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬২ কোটি ৩৮ লাখ ৯৬ হাজার টাকা।

এমআই/জেডএস