চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স এবং তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে। তবে এসময়ে মুনাফা কিছুটা কমেছে অগ্রণী ইন্স্যুরেন্সের।

২০২১ সালের জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। রোববার (৯ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসইর তথ্য মতে, ১৯৯০ সালে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড প্রথম প্রান্তিকে মুনাফা করে ১ কোটি ২৪ লাখ ৬০ হাজার টাকা। তাতে শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ২৮ পয়সা। এর আগের বছর একই সময় ছিল ২৪ পয়সা। অর্থাৎ আগের বছরের চেয়ে বেড়েছে।

৩১ ডিসেম্বর ২০২০ সালে সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া কোম্পানিটির ৩১ মার্চ ২০২১ প্রান্তিকে শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩০ টাকা ৯৯ পয়সা। প্রতিষ্ঠানটি ২০১৯ সালেও শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

একই সময়ে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিকে মুনাফা দাঁড়িয়েছে ২ কোটি ২৯ লাখ ৯৬ হাজার ৯৬৭ টাকা। তাতে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৫৪ পয়সা। এর আগের বছর যা ছিল ৩৭ পয়সা। অর্থাৎ তাকাফুলের মুনাফাও বেড়েছে।

২০২০ সালে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণাকারী প্রতিষ্ঠানের শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮ টাকা ৬৫ পয়সা। প্রতিষ্ঠানটি ২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

অপরদিকে ২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত অগ্রণী ইন্স্যুরেন্সের চলতি বছরের প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে। জানুয়ারি-৩১ মার্চ সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২৯ পয়সা। যা আগের বছর ছিল ৩১ পয়সা। অর্থ প্রতিষ্ঠানটির মুনাফা কমেছে।

তাতে ৩১ মার্চ ২০২১ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮টাকা ৪০ পয়সা।

এমআই/এসএসএইচ