পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনে নিয়ালকো এলয়েজ লিমিটেডের কোয়ালিফাইড ইনভেস্টর অফারে (কিউআইও) বিনিয়োগকারীদের ব্যাপক সাড়া পড়েছে

দেশের দুই পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এসএমই বোর্ডে প্রথম কোম্পানি হিসেবে নিয়ালকো এলয়েজ তালিকাভুক্ত হচ্ছে। সেই লক্ষ্যে গত ১৬ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত আবেদন নেওয়া হয়।

এই আবেদনে ১০ টাকা মূল্যের প্রতিষ্ঠানটির ৭৫ লাখ শেয়ার পেতে আবেদন পড়ে ১৩ কোটি ৩৯ লাখ ৯০ হাজারটি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক(এমডি) আব্দুল মতিন পাটোয়ারী ঢাকা পোস্টকে বলেন, এসএমই বোর্ডে নিয়ালকো এলয়েজের আবেদন গ্রহণ শেষ হয়েছে। আবেদনে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ব্যাপক অংশগ্রহণ দেখা গেছে।

ডিএসইর তথ্য মতে, গত এপ্রিল মাসে কিউআইওর অনুমোদন পায় নিয়ালকো। এরপর সব প্রক্রিয়া শেষ ১০ টাকা অভিহিত মূল্যে ৭৫ লাখ শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে সাত কোটি ৫০ লাখ টাকা উত্তোলনের লক্ষ্যে গত ১৬ মে থেকে ২০ মে পর্যন্ত আবেদন নেওয়া হয়।

কিউআইওতে বরাদ্দ কৃত কোম্পানির ৭৫ লাখ শেয়ার পেতে ৩০৯ জন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী মোট ১৩ কোটি ৪৩ লাখ ৯০ হাজার শেয়ারের জন্য আবেদন করেন। অর্থাৎ টাকার অংকে সাত কোটি ৫০ লাখের বিপরীতে ১৩৪ কোটি ৩৯ লাখ টাকার আবেদন জমা পড়ে। যা প্রয়োজনের তুলনায় প্রায় ১৭ গুণ বেশি।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চলতি বছরের ১৫ এপ্রিল কমিশনের ৭৭০তম সভায় নিয়ালকো এলয়েজ লিমিটেডকে স্মল ক্যাপিটাল বোর্ডের আওতায় কিউআইওর অনুমোদন দেয়।

এমআই/আরএইচ