ব্যাংক ও আর্থিক খাতের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে বড় ধরনের সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে।

সরকারি ছুটির একদিন পর সপ্তাহের শেষ কার্যদিবসে বৃহস্পতিবার লেনদেনের প্রথম ১০ মিনিটে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৮৯ পয়েন্ট বেড়েছে। এ সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক বেড়েছে ১৭৫ পয়েন্ট।

স্বাভাবিক নিয়মেই বৃহস্পতিবার (২৭ মে) সকাল ১০টায় দেশের দুই পুঁজিবাজারে লেনদেন শুরু হয়। মাত্র ১০ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮৯ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

এ সময়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ৩১টি প্রতিষ্ঠানের সব কয়টির দাম বেড়েছে। আর আর্থিক খাতের দুটি প্রতিষ্ঠানের দাম বেড়েছে ১৮টির। এ খাতের তালিকাভুক্ত রয়েছে ২৩টি প্রতিষ্ঠানের শেয়ার।

আর তাতে বড় উত্থান হয়েছে পুঁজিবাজারে। ফলে ডিএসইর প্রধান সূচকের পাশাপাশি অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস আগের দিনের চেয়ে নয় পয়েন্ট বেড়ে এক হাজার ২৮০ এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট বেড়ে দুই হাজার ১৮১ পয়েন্টে দাঁড়িয়েছে।

১০ মিনিটে ডিএসইতে লেনদেন হয়েছে ২৭৪ কোটি ৫৩ লাখ ৩৯ হাজার টাকা। এ সময়ে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৭টির, কমেছে ৭৯টির আর অপরিবর্তিত রয়েছে ৬০টির শেয়ারের দাম।

অপর স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৫ কোটি ৪৪ লাখ ৮২ হাজার টাকা। সিএসইর প্রধান সূচক ১৭৫ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ২৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৫৩টির, কমেছে ১৫টির আর অপরিবর্তিত রয়েছে ৭টি কোম্পানির শেয়ারের দাম।

এমআই/এসএসএইচ