পুঁজিবাজারের এসএমই বোর্ডে তালিকাভুক্ত স্টার এডহেসিভ লিমিটেডের শেয়ারদর ও লেনদেন সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকভাবে বাড়তে দেখা গেছে। এই অস্বাভাবিক দরবৃদ্ধি ও লেনদেন বাড়ার কারণ অনুসন্ধানে কোম্পানিটির কাছে চিঠি দেয় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ওই চিঠি দেওয়ার সপ্তাহ পার হতে চলছে, এখনো কোম্পানিটি চিঠির জবাব দেয়নি।

সোমবার (৬ অক্টোবর) ডিএসইর ওয়েব সাইটে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী, অস্বাভাবিক দরবৃদ্ধি ও লেনদেন বাড়ার কারণ জানতে চেয়ে স্টার এডহেসিভের কাছে গত ৩০ সেপ্টেম্বর চিঠি দিয়েছে ডিএসই। আজ পর্যন্ত ওই চিঠির কোনো জবাব দেয়নি কোম্পানিটি।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ আগস্ট থেকে ঊর্ধ্বমুখী রয়েছে কোম্পানিটির শেয়ারদর। ওইদিন শেয়ারটির দর ছিল ৬১ টাকা ৭০ পয়সা। গত ২৯ সেপ্টেম্বর পর্যন্ত যা বেড়ে দাঁড়ায় ৮৮ টাকা ৬০ পয়সায়। আলোচিত সময়ের ব্যবধানে কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পায় ২৬ টাকা ৯০ পয়সা বা ৪৩ দশমিক ৬০ শতাংশ। আলোচ্য সময়ের মধ্যে গত ২৫ সেপ্টেম্বর কোম্পানি শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। ওইদিন মোট ৪ লাখ ৭১ হাজার ৬৫৬টি শেয়ার হাতবদল হয়।

ছোট মূলধনী এই কোম্পানিটির অনুমোদিত মূলধন রয়েছে ৫০ কোটি টাকা। যার বিপরীতে পরিশোধিত মূলধন ২০ কোটি টাকা। মোট শেয়ার সংখ্যা ২ কোটি। এর মধ্যে এর মধ্যে সাধারণ বিনিয়োগকারী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে রয়েছে ৫৭ দশমিক ৫০ শতাংশ শেয়ারের মালিকানা।

এমএমএইচ/এসএম