পুঁজিবাজারে বড় দরপতন, কমেছে লেনদেনের পরিমাণও
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষে কার্যদিবস বৃহস্পতিবার (৯ অক্টোবর) লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ সিকিউরিটিজে বড় দরপতন হয়েছে। এতে এক্সচেঞ্জটির সবগুলো মূল্য সূচক প্রায় ১ শতাংশ বা তার বেশি কমেছে। পাশাপাশি এক্সচেঞ্জটির লেনদেনের পরিমাণও কমেছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে আজ মোট ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭২টির আর কমেছে ২৯২টির। বিপরীতে ৩৪টির দর অপরিবর্তিত রয়েছে। দর কমা সিকিউরিটিজগুলোর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ১৫৪টি, ‘বি’ ক্যাটাগরির ৬৬টি এবং ‘জেড’ ক্যাটাগরির ৭২টি শেয়ার ও ইউনিট রয়েছে।
বিজ্ঞাপন
অধিকাংশ সিকিউরিটিজের দর কমায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫৪ পয়েন্ট কমে ৫ হাজার ২৮৪ পয়েন্টে অবস্থান নিয়েছে। গতকাল লেনদেন শেষে সূচকটি ৫ হাজার ৩৩৮ পয়েন্টে ছিল।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ১৫ পয়েন্ট কমে ১ হাজার ১৩৪ পয়েন্টে এবং ডিএসই'র বাছাই করা ৩০ কোম্পানির শেয়ার নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট কমে ২ হাজার ৩৩ পয়েন্টে অবস্থান নিয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৭ অক্টোবর) ডিএসইতে মোট ৫৩০ কোটি ১৮ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬১১ কোটি ৮৭ লাখ টাকা। অর্থাৎ দিনের ব্যবধানে এক্সচেঞ্জটির শেয়ার ও ইউনিটের হাতবদল বাবদ লেনদেন কমেছে ৮১ কোটি ৬৯ লাখ টাকা।
আরও পড়ুন
আজ ঢাকার পুঁজিবাজারে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের শেয়ার। কোম্পানিটির মোট ২১ কোটি ৯০ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। গতকাল ২২ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়ে লেনদেন তালিকায় শীর্ষে ছিল সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ সিকিউরিটিজের দরপতন হয়েছে। এতে দ্বিতীয় বৃহত্তর এই পুঁজিবাজারের সবগুলো মূল্য সূচকে পতন হওয়ার পাশাপাশি কমেছে এক্সচেঞ্জটিতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ সিকিউরিটিজের দর। তবে এদিন লেনদেনের পরিমাণ বেড়ে প্রায় তিনগুণ হয়েছে।
সিএসইর সার্বিক সূচক সিএসপিআই ৯৯ পয়েন্ট কমে ১৪ হাজার ৯৪৮ পয়েন্টে অবস্থান নিয়েছে। আর সিএসসিএক্স সূচকটি ৬২ পয়েন্ট কমে ৯ হাজার ১৮৮ পয়েন্টে নেমেছে।
সিএসইতে মোট ২১৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৫৭টির দর বেড়েছে এবং কমেছে ১৩৭টির। আর ২০টির দর দিন শেষে অপরিবর্তিত ছিল। আজ এক্সচেঞ্জটিতে সার্বিক লেনদেন হয়েছে ২২ কোটি ৬১ লাখ টাকা। গতকাল ৮ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছিল।
এমএমএইচ/এমজে