দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৪ অক্টোবর) লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ সিকিউরিটিজের দর বেড়েছে। এদিন যেকটি শেয়ার ও ইউনিটের দর কমেছে, তার চেয়ে প্রায় দ্বিগুণ সংখ্যকের দর বেড়েছে। এতে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচকে উত্থান হয়েছে। তবে এক্সচেঞ্জটির লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে সামান্য কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে আজ মোট ৪০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩০টির। বিপরীতে কমেছে ১২০টির। আর ৫০টির দর অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পাওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ১৩৭টি, ‘বি’ ক্যাটাগরির ৫৪টি এবং ‘জেড’ ক্যাটাগরির ৩৯টি শেয়ার ও ইউনিট রয়েছে।

অধিকাংশ সিকিউরিটিজের দর বাড়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২২৮ পয়েন্টে অবস্থান নিয়েছে। গতকাল লেনদেন শেষে সূচকটির অবস্থান ছিল ৫ হাজার ২০৩ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৮ পয়েন্টে এবং ডিএসইর বাছাই করা ৩০ কোম্পানির শেয়ার নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০ পয়েন্টে অবস্থান নিয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) ডিএসইতে মোট ৫৩০ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৪২ কোটি ৫৫ লাখ লাখ টাকা। অর্থাৎ দিনের ব্যবধানে এক্সচেঞ্জটির শেয়ার ও ইউনিটের হাতবদল বাবদ লেনদেন কমেছে ১২ কোটি ৫৫ লাখ টাকা।

আজ ঢাকার পুঁজিবাজারে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের শেয়ার। কোম্পানিটির মোট ২৬ কোটি ৬১ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ২৩ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়ে লেনদেন তালিকায় শীর্ষে ছিল সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি।

ডিএসইতে সূচক বাড়লেও দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ সবগুলো সূচক কমেছে। তবে এক্সচেঞ্জটির সার্বিক লেনদেন পরিমাণ বেড়েছে।

সিএসইর সার্বিক সূচক সিএসপিআই ৩৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৭২৭ পয়েন্টে অবস্থান নিয়েছে। আর সিএসসিএক্স সূচকটি ২১ পয়েন্ট কমে ৯ হাজার ৫৬ পয়েন্টে নেমেছে।

সিএসইতে মোট ১৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৭৪টির দর বেড়েছে এবং কমেছে ৭৬টির। আর ২২টির দর দিন শেষে অপরিবর্তিত ছিল। 

আজ এক্সচেঞ্জটিতে সার্বিক লেনদেন হয়েছে ১৯ কোটি ৬৩ লাখ টাকা। গতকাল ১০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছিল। 

এমএমএইচ/জেডএস