সূচকের পতনের মাধ্যমে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২০ জুন) দেশের পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে। এদিন ব্যাংক-বিমা ও আর্থিক প্রতিষ্ঠানসহ বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

আর তাতে লেনদেনের প্রথম ১০ মিনিটে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ৪২ কমেছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৪৫ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দামও।

ডিএসইতে মোট ৩০৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৩টির, কমেছে ২২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির। তাতে ডিএসইতে লেনদেন হয়েছে ১৩৭ কোটি ৩৭ লাখ ৩ হাজার টাকা।

বেশিরভাগ শেয়ারের দাম কমায় এদিন আগের দিনের চেয়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪২ দশমিক ২৯ পয়েন্ট কমে ছয় হাজার ১০ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৯ দশমিক ৭ পয়েন্ট কমে ১ হাজার ২৮১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩ দশমিক ৫৮ পয়েন্ট কমে ২ হাজার ১৯৩ পয়েন্টে অবস্থান করছে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৫ পয়েন্ট কমে ১৭ হাজার ৫২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ৭২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৮টির, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬টির শেয়ারের দাম। এ সময়ে সিএসইতে লেনদেন হয়েছে ৮৮ লাখ ৭৫ হাজার ৭৯৯ টাকা।

এমআই/এসএসএইচ