পুঁজিবাজারে বড় উত্থান, লেনদেন দেড় মাসের মধ্যে সর্বোচ্চ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৪ নভেম্বর) লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ সিকিউরিটিজের দর বেড়েছে। এদিন যে কয়টি শেয়ার ও ইউইনিটের দর কমেছে, তার চেয়ে ১৬ গুণ শেয়ারের দর বেড়েছে। এতে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচক ২ শতাংশের বেশি বেড়েছে। লেনদেনেও গতি দেখা গেছে। ফলে ঢাকার এই বাজারে এদিন দেড় মাসের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৩৫৯টির। বিপরীতে কমেছে ২২টির। এই হিসেবে দরপতনের তুলনায় দরবৃদ্ধি হওয়া শেয়ার ও ইউনিটের সংখ্যাং ১৬ দশমিক ৩২ গুণ বেশি। এদিন ১০টি সিকিউরিটিজের দর অপরিবর্তিত রয়েছে। দরবৃদ্ধি হওয়া শেয়ার ও ইউনিটগুলোর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ১৯৭টি, ‘বি’ ক্যাটাগরির ৭৫টি এবং ‘জেড’ ক্যাটাগরির ৮৭টি সিকিউরিটিজ রয়েছে।
বিজ্ঞাপন
অধিকাংশ সিকিউরিটিজের দরবৃদ্ধি হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১০৯ পয়েন্ট বা ২ দশমিক ২২ শতাংশ বেড়ে ৫ হাজার ২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর শরীয়াহ কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ২৫ পয়েন্ট বা ২ দশমিক ৪৩ শতাংশ বেড়ে এক হাজার ৫৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৪৩ পয়েন্ট বা ২ দশমিক ২৮ শতাংশ বেড়ে ১ হাজার ৯০৬ পয়েন্ট হয়েছে।
ডিএসইতে আজ ৬৩৫ কোটি ৯৫ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এই লেনদেন গত ৭ অক্টোবরের পর সর্বোচ্চ। ওইদিন ঢাকার এই বাজারে ৭৮৭ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। রোববার এক্সচেঞ্জটিতে লেনদেন হয়েছিল ৩৮৫ কোটি ৯৩ লাখ টাকা।
বিজ্ঞাপন
এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসির শেয়ার। কোম্পানিটির মোট ২০ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ অধিকাংশ সিকিউরিটিজের দরবৃদ্ধির পাশাপাশি সবগুলো মূল্যসূচকের উত্থান দেখা গেছে। এর মধ্যে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ২৩৪ পয়েন্ট বা ১ দশমিক ৭১ শতাংশ বেড়ে ১৩ হাজার ৯১১ পয়েন্টে উঠেছে। আর সিএসসিএক্স সূচক ১৩২ পয়েন্ট বা ১ দশমিক ৫৭ শতাংশ বেড়ে ৮ হাজার ৫৬৪ পয়েন্টে উঠেছে।
সিএসইতে মোট ২১৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮১টির দর বেড়েছে, কমেছে ২৪টি, আর ৯টির দর অপরিবর্তিত রয়েছে। আজ এক্সচেঞ্জটিতে ১৯ কোটি ৩১ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। গতকাল সিএসইতে ১৫ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
এমএমএইচ/জেডএস