বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেডের (বেক্সিমকো লিমিটেড) তিন হাজার কোটি টাকার সিকিউরড কনভার্টেবল অথবা রিডিমেবল অ্যাসেট ব্যাকড গ্রিন সুকুকের প্রস্তাব শর্তসাপেক্ষে অনুমোদন পেয়েছে। 

বুধবার (২৩ জুন) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৭৯তম সভায় প্রাথমিক অনুমোদন দেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জনানো হয়েছে।

এতে বলা হয়, বেক্সিমকো লিমিটেডের তিন হাজার কোটি টাকার পাঁচ বছর মেয়াদি সিকিউরড কনভার্টেবল অথবা রিডিমেবল অ্যাসেট ব্যাকড গ্রিন সুকুকের প্রস্তাব শর্তসাপেক্ষে অনুমোদন দেওয়া হলো। বেক্সিমকোকে অভিপ্রায় পত্র পাওয়ার পাঁচ কার্যদিবসের মধ্যে সুকুকের প্রস্তাবিত ট্রাস্টির নিবন্ধন সনদ, এবং কমিশন কর্তৃক অনুমোদিত ট্রাস্ট ডিডিসহ চূড়ান্ত সাবস্ক্রিপশন এগ্রিমেন্ট জমা দিতে হবে। এগুলো পাওয়ার পর কমিশন সম্মতিপত্র ইস্যু করবে।

প্রস্তাবিত গ্রিন সুকুকটি ২২ দশমিক ২৫ বিলিয়ন প্রাইভেট প্লেসমেন্ট এর মাধ্যমে সাত দশমিক ৫০ মিলিয়ন প্রাথমিক গণপ্রস্তাব (আইপিওর) মাধ্যমে ইস্যু করা হবে।

বেক্সিমকোর এ সুকুকের ইস্যু ম্যানেজার, অ্যারেঞ্জার ও অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করছে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড। আর ট্রাস্টি হিসেবে আছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।

এমআই/আরএইচ