পুঁজিবাজারে দরপতন অব্যাহত, লেনদেন আরো তলানিতে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববারের (১৪ ডিসেম্বর) ধারাবাহিকতায় সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারও (১৫ ডিসেম্বর) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। এতে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচক কমেছে। পাশাপাশি ডিএসইর লেনদেন আরো তলানিতে নেমেছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, সোমবার ডিএসইতে মোট ৩৮৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৪৮টির, বিপরীতে ২৭২টির দর কমেছে। আর ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে। দরপতন হওয়া শেয়ার ও ইউনিটের মধ্যে ‘এ’ ক্যাটাগরির ১৫৩টি, ‘বি’ ক্যাটাগরির ৬৫টি এবং ‘জেড’ ক্যাটাগরির ৭৪টি সিকিউরিটিজ রয়েছে।
বিজ্ঞাপন
অধিকাংশ সিকিউরিটিজের দরপতন হওয়ায় আজ ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৩ পয়েন্ট কমে ৪ হাজার ৮৯০ পয়েন্টে নেমেছে। এছাড়া, ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ১২ পয়েন্ট কমে ১০১৬ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ১৪ পয়েন্ট কমে ১৮৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে ৪১৩ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৫৭ কোটি ৪৯ লাখ টাকা। অর্থাৎ দিনের ব্যবধানে ডিএসইর লেনদেন কমেছে ৪৪ কোটি ৩৭ লাখ টাকা।
বিজ্ঞাপন
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৬ পয়েন্ট কমে ১৩ হাজার ৭৭০ পয়েন্টে নেমেছে। আজ এক্সচেঞ্জটিতে মোট ১৬১টি সিকিউরিটিজের লেনদেন হয়েছে। এর মধ্য ৪৭টির দর বেড়েছে, কমেছে ৯৮টির এবং ১৬টির দর অপরিবর্তিত রয়েছে।
সিএসইতে আজ ৫ কোটি ১৬ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। রোববার ১২ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
এমএমএইচ/জেডএস