এক তৃতীয়াংশ শেয়ার ছেড়ে টাকা উত্তোলন করতে চায় অগ্রণী ইনস্যুরেন্স
এক তৃতীয়াংশ শেয়ার অর্থাৎ কোম্পানির প্রতি ৩টি শেয়ারের বিপরীতে ১টি করে রাইট শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে টাকা উত্তোলন করতে চায় অগ্রণী ইনস্যুরেন্স লিমিটেড।
পুঁজিবাজারে ভাষায় ১০ টাকা অভিহিত মূল্যের ৩টি শেয়ারের বিপরীতে একটি করে রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। কোম্পানিটির সর্বশেষ বোর্ড সভায় কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৯ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। কোম্পানিটির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) সাধারণ শেয়ারহোল্ডারদের সম্মতির পর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেলেই রাইট শেয়ার ইস্যু করবে কোম্পানিটি।
রাইট শেয়ার ইস্যুর লক্ষ্যে তা সাধারণ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১১ আগস্ট কোম্পানিটির বিশেষ সাধারণ সভার (ইজিএম) আহ্বান করা হয়েছে। এ সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ জুলাই।
বিজ্ঞাপন
এদিকে ৩১ ডিসেম্বর ২০২০ সালের সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে অগ্রণী ইনস্যুরেন্স। এর ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। তাতে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৭২ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ১ টাকা ২৬ পয়সা। আর ৩১ ডিসেম্বর ২০২০ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৮ টাকা ১১ পয়সা।
কোম্পানিটির বর্তমান শেয়ারধারীদের সংখ্যা ৩ কোটি ১৭ লাখ ৫৬ হাজার ৯২০ টাকা। সর্বশেষ সোমবার (২৮ জুন) কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৭ টাকায়।
এমআই/এমএইচএস