শেয়ারহোল্ডারদের জন্য ১২৫ শতাংশ নগদ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেড। চলতি বছরে (২০২১ সালের) জানুয়ারি থেকে জুন মোট ছয় মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসইর তথ্য মতে, ২০০৯ সালে তালিকাভুক্ত কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ আগস্ট।
কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৯০ শতাংশ শেয়ার। সাধারণ বিনিয়োগকারীদের হাতে রছে ৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনেোগকারীদের হাতে রয়েছে ৪ দশমিক ৬৬ শতাংশ শেয়ার। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৩৫কোটি ৩ লাখ ২২টি শেয়ার।

এমআই/এসএম