পুঁজিবাজারে তালিকাভুক্ত সব মিউচুয়াল ফান্ডের দাম বৃদ্ধির মধ্য দিয়ে নতুন সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৮ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)  লেনদেন শুরু হয়েছে।

এ দিন মিউচুয়াল ফান্ডের পাশাপাশি প্রকৌশল খাতের শেয়ারের দাম বেড়েছে। ফলে ব্যাংক-বিমা কোম্পানির শেয়ারের দাম কমেলও সূচক বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন চলছে। লেনদেনের প্রথম ১৫ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৬ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৩৪ পয়েন্ট।

ডিএসইর তথ্য মতে, রোববার (১৮ জুলাই) সকাল ১০টা থেকে সোয়া ১০টায় মাত্র ১৫ মিনিটে ডিএসইতে মোট ৩৩১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৮৯টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির।

বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় তিন সূচকের মধ্যে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক ৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক এক পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৭৬ পয়েন্টে অবস্থান করছে। এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১৬৫ কোটি ৯১ লাখ ৭৭ হাজার টাকা।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৪ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৩৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ৩৪টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ২৬টির, কমেছে ৪টির এবং অপরিবর্তিত রয়েছে চারটি কোম্পানির শেয়ারের দাম। সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৪৯ লাখ টাকা।

এমআই/এসকেডি