আইডিএলসির ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডকে বন্ড ইস্যু করে ৫শ কোটি টাকা সংগ্রহের অনুমোদন দেওয়া হয়েছে।
আজ বুধবার (১৩ জানুয়ারি) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৫৭তম সভায় প্রতিষ্ঠানটিকে বন্ড ইস্যুর অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞাপন
কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সভায় আইডিএলসিকে বন্ড ছেড়ে পু্ঁজিবাজার থেকে ৫০০ কোটি টাকা সংগ্রহের অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বন্ডটির মেয়াদ হলো ৪ বছর। এটির কোনো জামানত থাকবে না।
বিজ্ঞাপন
বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫০ লাখ টাকা। এটি শেয়ারে রূপান্তরযোগ্য নয়। মেয়াদ শেষে বন্ডটির সম্পূর্ণ অবসায়ন ঘটবে।
স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, বিভিন্ন ফান্ড এবং করপোরেটসসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের প্লেসমেন্টের মাধ্যমে বন্ড ইস্যু করা হবে।
উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড কোম্পানির বিভিন্নরকম আর্থিক চাহিদা পূরণ করবে।
১৯৯২ সালে তালিকাভুক্ত কোম্পানিটি সর্বশেষ বছরে শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। গতকাল কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৮২ টাকা ২০ পয়সায়।
এমআই/এনএফ