ঘণ্টায় সূচক বেড়েছে ৭২ পয়েন্ট, বড় উত্থানে পুঁজিবাজার
সূচকের তেজিভাবের মাধ্যমে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। বিদ্যু ও জ্বালানি, আর্থিক প্রতিষ্ঠান ও প্রকৌশল খাতের প্রায় সব শেয়ারের দাম বাড়ায় বড় উত্থানের পথে এগোচ্ছে পুঁজিবাজার।
এ দিন লেনদেনের প্রথম সোয়া এক ঘণ্টায় (সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৭২ পয়েন্ট বেড়ে ৭ হাজার ১৪৮ পয়েন্ট অতিক্রম করেছে। যা সূচকটির ইতিহাসে নতুন মাইল ফলক। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৭০ পয়েন্ট বেড়েছে। সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন।
বিজ্ঞাপন
ডিএসইর তথ্য মতে, সোমবারের মতোই মঙ্গলবার লেনদেন শুরু হয় সূচকের উত্থানের মাধ্যমে। আর তাতে লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৭২ পয়েন্ট। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১২ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৩৫ পয়েন্ট বেড়েছে।
এ সময়ে ৩৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২২৫টির, কমেছে ১০১টির আর অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির শেয়ারের। সবমিলিয়ে সোয়া এক ঘণ্টায় ডিএসইতে মোট লেনদেন হয়েছে এক হাজার তিন কোটি ৩২ লাখ ৩৬ হাজার টাকা।
বিজ্ঞাপন
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৭০ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৮৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৬টির, কমেছে ৭৪টির আর অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানির শেয়ারের। এ সময় লেনদেন হয়েছে মাত্র ৩১ কোটি ৫৬ লাখ ৪৪ হাজার ২০ টাকা।
এমআই/এসএসএইচ