তিন দিন সূচকের উত্থান আর দুদিন পতনের মধ্য দিয়েই সেপ্টেম্বর মাসের আরও একটি সপ্তাহ পার করেছে দেশের পুঁজিবাজার। দুদিনের সূচক পতনের ফলে গত সপ্তাহে (১২ থেকে ১৬ সেপ্টেম্বর) লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দামও কমেছে। তাতে নতুন করে বিনিয়োগকারীদের পুঁজি উধাও (বাজার মূলধন) হয়েছে প্রায় ১২ হাজার কোটি টাকা।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, বিদায়ী সপ্তাহে মোট পাঁচ কার্যদিবস লেনদেন হয়েছে। এতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক (ডিএসইএক্স) আগের সপ্তাহের চেয়ে ৩০ দশমিক ৪৩ পয়েন্ট কমে ৭ হাজার ২২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময় ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ৫৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ডিএস-৩০ সূচক ২৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

এ সময়ে ডিএসইতে ৩৮২টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৪টির শেয়ারের দাম বেড়েছে। এছাড়া কমেছে ২৮২টির আর অপরিবর্তিত রয়েছে ১২টি শেয়ারের দাম। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া ৩৮২টি প্রতিষ্ঠানের মধ্যে ২১০টির শেয়ারের দাম বেড়েছিল। এছাড়া কমেছিল ১৫৫টির আর অপরিবর্তিত ছিল ১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

বেশিরভাগ কোম্পানির শেয়ার ও সূচক কমায় নতুন করে গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন অর্থাৎ, বিনিয়োগকারীদের পুঁজি উধাও হয়েছে ১১ হাজার ৮৪৩ কোটি ৬১ লাখ ৯ হাজার ৭৭৯ টাকা। তবে তার আগের সপ্তাহে বিনিয়োগকারীদের পুঁজি যোগ হয়েছিল ২২ হাজার ৬০৩ কোটি ৩১ লাখ ৩৮ হাজার ৪১৭ টাকা।

ডিএসইর তথ্য মতে, আগের সপ্তাহের চেয়ে ডিএসইর বাজার মূলধন ১১ হাজার ৮৪৩ কোটি ৬১ লাখ ৯ হাজার ৭৭৯ টাকা পুঁজি কমে ৫ লাখ ৮৬ হাজার ৩১৮ কোটি ৯৫ লাখ ৬০ হাজার ৯৫৭ টাকায় অবস্থান করছে। যা এর আগের সপ্তাহে ছিল ৫ লাখ ৭৪ হাজার ৪৭৫ কোটি ৩৪ লাখ ৫১ হাজার ১৭৮ টাকা।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে পাঁচ কার্যদিবসে মোট ১১ হাজার ১২২ কোটি ৩৯ লাখ ৪৫ হাজার ৮০৬ টাকা লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে মোট পাঁচ কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৩ হাজার ৮৮৮ কোটি ১৮ লাখ ২৪ হাজার ৬৮৬ টাকা। অর্থাৎ আগের সপ্তাহের চেয়ে লেনদেন কমেছে ২ হাজার ৭৬৫ কোটি ৭৮ লাখ ৭৮ হাজার ৮৮০ টাকা। যা শতাংশের হিসেবে ১৯ দশমিক ৯১ শতাংশ কম।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) পাঁচ কার্যদিবসে মোট ৪০৬ কোটি ৫০ লাখ ৬১ হাজার ২৩৪ টাকা লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪৬৮ কোটি ১৩ লাখ ৯১ হাজার ৩৭৪টাকা। অর্থাৎ লেনদেন কমেছে। এতে সিএসইর প্রধান সূচক সিএসইএক্স আগের সপ্তাহের চেয়ে ১০ পয়েন্ট বেড়ে ২১ হাজার ১৪১ পয়েন্টে দাঁড়িয়েছে।

এমআই/জেডএস