টানা ছয় কার্যদিবস দরপতনের পর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় মঙ্গলবার দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। ব্যাংক-বিমা এবং আর্থিক খাতসহ সব খাতের শেয়ারের দাম বাড়ায় সূচকের বড় উত্থান হয়েছে। তবে লেনদেনে ধীরগতি দেখা গেছে।

ফলে মঙ্গলবার (১৯ অক্টোবর) লেনদেনের প্রথম ঘণ্টায় (সকাল ১০টা থেকে বেলা ১১টা) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ৭৩ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক বেড়েছে ২০৩ পয়েন্ট।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে আজ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ডিএসই এবং সিএসইসহ সব স্টেকহোল্ডারদের সঙ্গে বসছেন। কেন দরপতন হয়েছে, এর পেছনে কারা, কী কী করণীয় এসব নিয়ে আলোচনা হবে। এ খবরে ঊর্ধ্বমুখী ধারায় ফিরছে দেশের পুঁজিবাজার।

ডিএসইর তথ্যমতে, আজ প্রথম ঘণ্টায় ডিএসইতে ৩৬৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৩০৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৩ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ৭ হাজার ১৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক বেড়েছে ১০ দশমিক ৬০ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ২৫ দশমিক ৬১ পয়েন্ট বেড়েছে।

এসময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৩১২ কোটি ৬৮ লাখ ২৮ হাজার টাকার শেয়ার। আগের দিন লেনদেন হয়েছিল ৩৭৮ কোটি ২৫ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ২০৩ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৯১০ পয়েন্টে দাঁড়িয়েছে। এসময়ে লেনদেন হয়েছে ৭ কোটি ৭৬ লাখ ৬১ হাজার ৬৭৩ টাকার শেয়ার। আগের দিন লেনদেন হয়েছিল ১০ কোটি ১০ হাজার টাকার শেয়ার।

লেনদেন হওয়া ১৫০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৯টির, কমেছে ১৯টির আর অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির শেয়ারের দাম।

উল্লেখ্য, আগের টানা ছয় কার্যদিবসে পুঁজিবাজারে দরপতন হয়েছে। এতে বিনিয়োগকারীদের ক্ষতি হয়েছে ৭ হাজার ৯ কোটি টাকা।

এমআই/এসএসএইচ