প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) বিকল্প পদ্ধতি অর্থাৎ কোয়ালিফাইড ইনভেস্টর অফারে (কিউআইও) কৃষিবিদ ফিডের শেয়ার পেতে ২৫ দশমিক ৪২ গুণ আবেদন জমা পড়েছে যোগ্য বিনিয়োগকারীদের। গত ১০ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত আবেদন জমা নেওয়া হয়। বৃহস্পতিবার (২১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ডিএসইর তথ্য মতে, নির্ধারিত সময়ে কৃষিবিদ ফিডের ২২ কোটি টাকার শেয়ার পেতে ৫১৩ জন যোগ্য বিনিয়োগকারী ৫৫৯ কোটি টাকার আবেদন জমা দিয়েছে। যা চাহিদার চেয়ে ২৫ দশমিক ৪২ গুণ বেশি আবেদন।

উল্লেখ্য, চলতি বছর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সজেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটিকে পুঁজিবাজার থেকে কিউআইওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূলে ২ কোটি ২০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ২২ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দেয়। উত্তোলিত অর্থ ব্যাংক ঋণ পরিশোধ, কারখানা ভবন নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, ডিজেল জেনারেটর ক্রয়, ডেলিভারি ভ্যান ক্রয় এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে কৃষিবিদ ফিড।

কোম্পানিটির ৩০ ডিসেম্বর ২০২০ সমাপ্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ দশমিক ৬৭ টাকা এবং পুনর্মূল্যায়ন সঞ্চিতি ছাড়া নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ দশমিক ৪৭ টাকায়।

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী তিন বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এমটিবি ক্যাপিটাল।

এমআই/এসএসএইচ