পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের তিনটি প্রতিষ্ঠান তৃতীয় প্রান্তিক অর্থাৎ জুলাই-সেপ্টেম্বর সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে- ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ও ওয়ান ব্যাংক লিমিটেড।

এর মধ্যে তৃতীয় প্রান্তিকে ডাচ বাংলা ও প্রিমিয়ার ব্যাংকের মুনাফা বেড়েছে আর কমেছে ওয়ান ব্যাংকের মুনাফা। সোমবার (২৫অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড চলতি বছরের জুলাই-৩০ সেপ্টেম্বর তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ২ টাকা ৬৮ পয়সা। যা গত বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৫ পয়সা। অর্থাৎ শেয়ার প্রতি মুনাফা বেড়েছে ৬৩ পয়সা।

চলতি বছরের প্রথম ৯ মাস অর্থাৎ তিন প্রান্তিকে ব্যাংকটির ইপিএস হয়েছে ৬ টাকা ২৫ পয়সা। গত বছরের একই সময়ে তা ৫ টাকা ৪৭ পয়সা ছিল। অর্থাৎ চলতি বছরের ৯ মাসে গত বছরের একই সময়ের চেয়ে ব্যাংকটির শেয়ার প্রতি মুনাফা বেড়েছে ৭৮ পয়সা।  

একই সময়ে মুনাফা বেড়েছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬৫ পয়সা; যা গত বছর একই সময়ে ছিল ৫১ পয়সা। অর্থাৎ মুনাফা বেড়েছে ১৪ পয়সা।

শুধু শেষ তিন মাসেই নয়, চলতি বছরের প্রথম ৯ মাসে গত বছরের প্রথম ৯ মাসের তুলনায় মুনাফা বেড়েছে ব্যাংকটির। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর সময়ে ব্যাংকটির ইপিএস দাঁড়িয়েছে ২ টাকা ২৩ পয়সা; যা গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ৪০ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ে তুলনায় এ বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে ৮৩ পয়সা। তাতে ৩০ সেপ্টেম্বর সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২০ টাকা ৫৮ পয়সা।

ডাচ বাংলা ও প্রিমিয়াম ব্যাংকের মুনাফা বাড়লেও কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ওয়ান ব্যাংক লিমিটেডের মুনাফা। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ১৮ পয়সা; যা গত বছরের একই সময়ে ছিল ২২ পয়সা। অর্থাৎ ৪ পয়সা মুনাফা কমেছে।

ফলে চলতি বছরের প্রথম তিন প্রান্তিক অর্থাৎ ৯ মাসে জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৬৪ পয়সা; যা গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ১৫ পয়সা। অর্থাৎ ৪৯ পয়সা কমেছে।

এমআই/এনএফ