শেয়ারহোল্ডারদের জন্য ১২৫ শতাংশ নগদ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড।

মঙ্গলবার (২৬ অক্টোবর) পরিচালনা পর্ষদ সভায় কোম্পানির চলতি বছরের জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্যমতে, বিদায়ী প্রান্তিকে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেডের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১২ টাকার ৫০ পয়সা। সেখান থেকে ১১ টাকা ৫০ পয়সা লভ্যাংশ দেবে তারা।

পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।

এমআই/এইচকে